চিরিরবন্দরে উপ-নির্বাচনে ইউপি সদস্য ১ ভোটে জয়ী

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে আলোকডিহি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সদস্য মাহাবুব রহমান ১ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
জানা গেছে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মরহুম নুরুল হক মৃত্যুবরন করায় ওই ওয়ার্ড দীর্ঘদিন পদ শুন্য থাকায় গতকাল রোববার উপজেলার আলোকডিহি ইউনিয়নের উত্তর আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত সুষ্টভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় ।
ওই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৭৭৬ অনুপস্থিত ১৮৯ ভোট পড়েছে ৫৮৭ তার মধ্যে বাতিল হয়েছে ২ ভোট। মোট ৫৮৫ ভোট এর মধ্যে মো: মাহাবুব রহমান ফুটবল প্রতীক নিয়ে ২৯৩ পেয়ে ১ ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে ও তার প্রতিদ্বন্বী সাবেক ইউপি সদস্য মরহুম নুরুল হকের স্ত্রী মোছা: রোকেয়া বেগম মোরগ প্রতীক নিয়ে ২৯২ পেয়ে ১ ভোটে পরাজিত হয়েছে। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করে উপজেলা সমবয় অফিসার মো: মোস্তাফিজুর রহমান।
এছাড়া ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন চিরিরবন্দর সহকারী কমিশনার (ভুমি) মো: মাশফাকুর রহমান ও চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম।