চিরিরবন্দরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও মেলা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে র‌্যালি ও মেলার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম, চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহনকারী ১৯টি স্টল পরিদর্শন করেন।