চিরিরবন্দর-খানসামায় বিএমএসএফ’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর-খানসামা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ)’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে।
চিরিরবন্দর উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে গতকাল রোববার দুপুরে বিএমএসএফ” এর দিনাজপুর চিরিরবন্দর উপজেলা শাখা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএমএসএফ এর চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন বাদশা, অনুষ্ঠান পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ মানিক হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা শাখার সভাপতি দীমান চন্দ্র দাস, সাধারন সম্পাদক মো:আমিনুল ইসলাম, চিরিরবন্দর বিএমএসএফ” এর যুগ্ন সাধারন সম্পাদক মো:মনজুরুল আলী শাহ্, দপ্তর সম্পাদক আসলাম আলী আঙুর, আইন বিষয় সম্পাদক মো: মাহাফুজুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক সোহাগ গাজী এসআই, খানসামা বিএমএসএফ এর যুগ্ন সাধারন সম্পাদক নুর নবী ইসলাম, প্রচার সম্পাদক মো: রকিবুল ইসলাম রকি, অর্থ সম্পাদক তপন চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা সাজেদা চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ উপস্থিততে ভুরিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নিপীড়ন ও হয়রাণিমূলক ৫৭ ধারাকে বাতিল করে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও গণমাধ্যমসমুহের নিকট দাবী তোলেন ।