চিরিররন্দরে বায়ু দূষণে ৪০ ভাগই অর্ধশতাধিক ইটভাটা দায়ী

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: শীত আসলে ধুলার প্রকোপ বেড়ে যায়। ধুলা বাতাসে গিয়ে পড়ে গাছের পাতায় , পাতা বলে ধুলা বাতাসে উরিস কেন,ধুলা বলে ঠিকানা নাই তাই যেখানেই পারি সেখানেই থাকি। শীত আসলেই ধুলা বেড়ে রাস্তা ঘাটে বেড় হওয়া যায় না। ধুলা মানুষের চোখে মুখে ও গালে লেগে থাকে। আর তা বাচঁতে পথচারী রুমাল বা হাত দিয়ে ঢেকে রাখে।

চিরিরবন্দর উপজেলায় ১২টি ইউনিয়ন যার আয়তন ৩১ হাজার ২৮৫ বর্গ কিলোমিটার। এর মধ্যে আবাদী জমির পরিমাণ হচ্ছে ২৫ হাজার ৩শ ৯২ হেক্টর। উপজেলায় ইটভাটার পরিমান ২৪টি নির্মানধীন ৭টি । শীত মৌসুমে ইট তৈরীর উপযুক্ত সময়। তাই দিন নেই রাত নেই চলতে ইট প্রস্ততির কাজ,উপজেলার ১২ টি ইউনিয়নে গ্রামের কাঁচা রা¯তা দিয়ে দাপিয়ে  বেড়াচ্ছে ট্রাক্টর যার শব্দে মানুষ বরাবরাই অতিষ্ঠ তবে এগুলো ভারী যানবাহন চলাচল করায় সৃষ্টি হচ্ছে গর্ত তৈরী হচ্ছে ধুলা যা বায়ু দূষণে ৪০ ভাগই দায়ী।

এছাড়া ইটভাটা থেকে পিএম নামক সূক্ষè বস্তুকণায় বায়ু দষিত হচ্ছে। তবে শুষ্ক মৌসুমে পরিবেশ দূষণের প্রকোপ বাড়ে। এসব বিষাক্ত বাতাস শিশুদের শ্বাসকষ্ট সহ শরীরের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে ফলে মানুষের চোখে জ্বালপোড়া,অ্যাজামা,ফুসফুসের ক্ষতি, হ্দদরোগ আক্রান্ত সহ অকাল মৃত্যুর কারণ হয়ে দাড়িয়েচ্ছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, বিষাক্ত বায়ুর অন্যতম কারণ ইটভাটা। তাই বায়ু দূষণ আজ স্বাভাবিক ঘটনা হয়ে দাড়িয়েচ্ছে যার প্রভাব পড়ছে মানুষের উপর।বর্ষার সময় ইট প্রস্তুত বন্ধ থাকে। তাই বর্ষা  শুরু থেকে শীতের আগ পর্যন্ত বায়ু দূষণ অনেকটা নিয়ন্ত্রয়নে থাকে এতে বায়ু দুষণ কম হয়।

তবে চিরিরবন্দরে এসব বিধি-বিধানের কোন তোয়াক্কা না করে কতিপয় ধনাঢ্য ব্যক্তি কোন অদৃশ্য শক্তির জোরে প্রতিযোগিতা মূলকভাবে ইটভাটা তৈরীতে আবাসিক এলাকায় বায়ুদূষণের মত মারাত্বক ক্ষতিকর কাজ করছে ।তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।