চিলাহাটিতে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন, দেখার কেউ নেই

আল-আমিন, নীলফামারী: নীলফামারী জেলার চিলাহাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কুচক্রি মহল। চিলাহাটির কাঠালতলী সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন। সরেজমিনে চিলাহাটির ভোগডাবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী কাঠালতালী নামের স্থানে নির্বিকারে বালু উত্তোলনের চিত্র দেখা গেছে। বালু উত্তোলনকারী রেজভী বলেন, বালু উত্তোলন করছি কিন্তু এ বালু আমার না।
সুধী মহল জানায়- ড্রেজার দিয়ে বালু উত্তোলনে পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনে আশপাশের মানুষের বসতবাড়ি ভেঙ্গে যায়। জমির পর বালি মাটির পরে পলি মাটি ঢেকে যায়। এভাবে এক জায়গার মাটি অন্য জায়গায় সরে গিয়ে অভিযোজন ঘটে। ফলে ওইসব অঞ্চলে খাদ্য ঘাটতি দেখা দেয়। নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ এক্ষেত্রে বালু দস্যুরা সরকারী ওই আইন অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।