চিলাহাটি-হলদিবাড়ি খুলে গেল সম্ভাবনার নতুন দ্বার

আল- আমিন, নীলফামারী: দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশের সাথে ভারতের পঞ্চম রেল যোগাযোগ চিলাহাটি-হলদিবাড়ি রেলপথে উন্নয়নের দ্বার খুলে গেলো। এই রেলপথটি চালু হওয়ায় শুধু ভারতের সাথে নয় নেপাল ও ভুটানে সাথেও বাংলাদেশের রেলপথে ব্যবসা-বানিজ্যর নতুন দিগন্তর পথ স্থাপন হবে। তেমনী এটি হবে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ও লাভ জনক রেলপথ। ১৭ ডিসেম্বর উদ্ভোধনের পর রবিবার বিকাল ৫.২৬ মিনিটে ভারতের আলিপুর দুয়ার ডিভিশনের ডামডিং ষ্টেশন থেকে ৪০টি পাথরবাহী ওয়াগন নিয়ে হলদিবাড়ি দিয়ে নীলফামারী জেলার চিলাহাটি রেলষ্টেশনে আসেন।

চিলাহাটি ষ্টেশনে পাথরবাহী ওয়াগানগুলি রেখে ভারতীয় ইঞ্জিনসহ গার্ড মুখেশ কুমার, চালক অজিদ রায়, মনজিদ পাল ভারতে ফিরে যান। দিনাজপুরের খান এন্ড সন্স এজেন্সির আমদানীকৃত পাথরবাহী ওয়াগানগুলি বাংলাদেশের ইঞ্জিন দিয়ে যশোরের নোয়াপাড়ায় উদ্দেশ্য ছেড়ে যায়। এ সময় চিলাহাটি রেলষ্টেশনে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিবিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহীম,সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাচান, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম,ট্রাফিক সার্জন হাবিবুর রহমান,নীলফামারী রাজস্ব কর্মকর্তা অর্নিরবান কুমার শাহা,সহকারী রাজস্ব কর্মকর্তা আল-আমিন চিলাহাটি ইমিগ্রশন কর্মকর্তা নূরুল ইসলাম ও ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিঃ এর প্রকল্প পরিচালক রুকুনুজ্জামান সিয়াফসহ রেলওয়ের কর্মকর্তাগণ। ৫৬ বছর পর এই রেলপথ পূর্ণজ্জীবিত দেখে সীমান্তে দুই বাংলার জনতা আনন্দ উল্লাসে আতœহারা হয়ে উঠেছিল। বন্ধু প্রতিম দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে গেল,লাভবান হলো উভয় দেশ, বদলে যাবে উভয় এলাকার আর্থ সামাজিক চেহারা।

এই রেলপথের বানিজ্যিক ব্যবহার পূর্ণরায় চালু হওয়ায় নীলফামারীবাসী সহ গোটা উত্তরাঞ্চলের লাখো মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা । এর ব্যাতিক্রম নয় ওপার বাংলাতেও।১৯৪৭ সালের ১৫ আগষ্ট ভারত ভাগের পরও তৎকালীন পূর্ব পাকিস্তানের সময় চিলাহাটি-হলদিবাড়ির মধ্যে এই ইন্টারচেঞ্জ চালু ছিল। সে সময় চিলাহাটি ও হলদিবাড়ী স্টেশনের উজ্জ্বল ইতিহাস স্মরণ করে এখনও গর্ববোধ করেন এলাকার বাসিন্দারা। ১৯৬৫ সাল পর্যন্ত হলদিবাড়ীর সঙ্গে তদানীন্তর পাকিস্তানের রেল যোগাযোগ চালু ছিল। ১৯৪৭ সালের ভারতের স্বাধীনতার আগে হলদিবাড়ী-চিলাহাটি দিয়ে সরাসরি কলকাতার রেল যোগাযোগ চালু ছিল।। ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে ভারত-পাকিস্তানের যুদ্ধের পর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।