চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর হবে রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর হবে রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।

শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের মাটিতে পা রাখলে এ অঞ্চলের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে।’

চীনের ৬৭তম জাতীয় দিবস উপলক্ষে সাম্যবাদী দল এ আলোচনা সভার আয়োজন করে ।

সৈয়দ আশরাফ বলেন, ‘এই প্রথম চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে স্টেট ভিজিটে আসছেন। এটা আমাদের জন্য বিশাল সম্মানের। আমরা তৈরি হচ্ছি তাকে সমুচিত সংবর্ধনা দিতে। প্রেসিডেন্টের ভিজিট যাতে সফল হয়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এটা আমাদের ইতিহাসে মাইলস্টোন।’

আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। চীনের ফার্স্ট লেডিও বাংলাদেশে আসবেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘এই সফরে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। চীনের সাথে একসময় সড়ক যোগাযোগ ছিল। এখন এয়ার কানেক্টিভিটি ছাড়া অন্য কোনো কানেক্টিভিটি নেই। রোড নেই, রেল নেই। আমরা চাচ্ছি, কানেক্টিভিটি আরো বাড়ুক। চীনের কুনমিংয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা মন্ত্রীদের কাছে কানেক্টিভিটির প্রসঙ্গ তোলেন। তারা বলেন, বাণিজ্য যেভাবে বাড়ছে, সে হারে কানেক্টিভিটি হচ্ছে না।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে চীনা দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ইয়াং সিচিয়াং, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ইয়াং সিচিয়াং বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ দেশের সঙ্গে আমরা নানাভাবে সম্পৃক্ত আছি এবং থাকব। আমরা চাই দুই দেশের সুসম্পর্কের মাধ্যমে উন্নত চিন্তার বিকাশ ঘটবে।’

উল্লেখ্য, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।