চুয়াডাঙ্গায় এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসার দায়ে আব্দুল্লাহ্ আল মামুন নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।

মামলাসূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনের ভাড়া বাড়ি থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

৮ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) ধারায় আজ এ দণ্ডাদেশ দেন আদালত।