চুয়াডাঙ্গায় ডিজিটাল আইনে স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মী আটক

জেলা প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ওয়ারেন্টভূক্ত স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

গতকাল (বুধবার, ৭ এপ্রিল) রাত ১২টার সময় শহরের শহীদ হাসান চত্বর থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতে হাজির করা হয়েছে।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।

গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গার পৌরসভার দৌলতদিয়াড় ফায়ার সার্ভিস পাড়ার ইখতিয়ার উদ্দিনের ছেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ (৩২), বাগানপাড়ার আবু বক্করের ছেলে ও ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তাওরাত (২৬) এবং পোস্ট অফিসপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দিশান (২৪)।

পুলিশ জানায়, রাতে শহরের শহীদ হাসান চত্বরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।