চুয়াডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত

বিদ্যুৎস্পৃষ্টে চুয়াডাঙ্গায় স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা : বুধবার রাতে সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ গ্রামে সংঘর্ষ হয়। আহতদের নয়জনকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গায় আদম ব্যাপারির কাছে টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার তিতুদহ গ্রামের সেন্টারপাড়ায় আদম ব্যাপারি জাহাঙ্গীর আলী বিদেশে পাঠানোর কথা বলে ছালাম বিশ্বাসের কাছ থেকে তিন লাখ টাকা নেয়। পরে ছালামকে বিদেশে না পাঠিয়ে টালবাহনা করতে থাকে। পরে জাহাঙ্গীর আলীর কাছে টাকা ফেরৎ চাইলে তা দিতে অস্বীকৃতি জানায়।

বুধবার রাতে এই বিষয়ে গ্রামে সালিশ বসে। সালিশের এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।