চোট কাটিয়ে মাঠে ফিরলেন মাশরাফী

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সাড়ে ৮ মাস পর পূর্ণ রানআপে করেছেন বোলিং অনুশীলন। একাডেমি মাঠে চার ওভার বোলিং করেন মাশরাফী। সর্বশেষ গত মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেন দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক।

বিসিবি আয়োজিত প্রেসিডেন্টস কাপে খেলা হয়নি মাশরাফী বিন মোর্ত্তজার। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে গত অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগেই শুরু করেন অনুশীলন। সেখানেই হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফী।

দীর্ঘ পুনর্বাসন শেষে অবশেষে ফিরেছেন মাঠে। মঙ্গলবার (১ নভেম্বর) বিসিবির ট্রেইনার তুষার কান্তি হাওলাদারকে নিয়ে অনুশীলন শুরু করেছেন। একাডেমি মাঠের সেন্টার উইকেটে প্রায় ৩০ মিনিট বোলিং করেন মাশরাফী। এ ছাড়া ফিটনেস নিয়েও কাজ করেছেন। পুরোপুরি ফিট হলে মাশরাফীকে দেখা যেতে পারে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে পাঁচ দলের কেউ তাকে নিতে চাইলে নির্দিষ্ট পারিশ্রমিকে নিতে পারবে। তবে একাধিক দল আগ্রহ দেখালে সেক্ষেত্রে লটারি করা হবে।