ছাত্রী উত্যাক্তদের দায়ে মেহেরপুরের গাংনীতে দুই যুবকের এক বছর করে কারাদন্ড

আল-আমীন,মেহেরপুর প্রতিনিধিঃ
ছাত্রী উত্যক্তের দায়ে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দুই ছাত্রের এক বছর করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ এ দ-াদেশ ঘোষণা করেন।
দ-িতরা হচ্ছেন- গাংনী থানাপাড়ার জাহিদুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (১৪) ও একই পাড়ার মোবারক হোসেনের ছেলে মাহফুজ মাহমুদ (১৪)। দুজনই ওই বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষাথীদের যাওয়া-আসার পথে এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল দ-িত দুজন। এ অপরাধে আজ দুপুরে তাদেরকে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে আটক করে পুলিশ। দ-বিধির ৫০৯ ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদ- দেয়া হয়। দুজনকেই মেহেরপুর জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।