ছাত্রের উপর দিয়ে জুতা পায়ে হাঁটা চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ে মানবসেতুর উপর দিয়ে জুতা পায়ে হাঁটা উপজেলা চেয়ারম্যানের বিচারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে এলাকাবাসী।

এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে জনগণ।

গত ৩০ জানুয়ারি নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে স্কুলের প্রথা অনুযায়ী ছাত্রদের পিঠের ওপর দিয়ে হাঁটেন অনুষ্ঠানের অতিথি উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। পরে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

দুপুর ২টার দিকে হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া পেদা ও আলগী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল মাস্টার।

মানববন্ধনের পূর্বে ক্ষুব্ধ জনগণ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় নূর হোসেন পাটোয়ারীর সমর্থকদের সঙ্গে শাহজাহান মিয়া ও আবদুল জলিল মাস্টারের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। দুইপক্ষই ইটপাটকেল ছোড়ে। এতে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান বলেন, মানবসেতুতে হাঁটার ঘটনায় শিশু নির্যাতন আইনের ৭০ ধারায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন।