জঙ্গি মুরাদের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা : রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি মুরাদের ময়নাতদন্ত করা হয়েছে।

শনিবার দুপুর পৌনে ২টায় ময়নাতদন্ত শুরু হয়ে ৩টায় শেষ হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, ‘মুরাদের দেহে নয়টি গুলি লাগার চিহ্ন পাওয়া লেগেছে।’

এদিকে মুরাদের মৃতদেহ থেকে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর শামীম আহমেদ ও টেকনিক্যাল সাপোর্ট অফিসার পারভেজ হোসেন। আঙুলের ছাপ যাচাই করে নিশ্চিত করা হবে তিনি বাংলাদেশী কিনা।

এছাড়া শুক্রবার রাতে পুলিশের অভিযানের আগে মুরাদ শক্তিবর্ধক কোনো ওষুধ বা মাদক সেবন করেছেন কি না তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তার চুল, পাকস্থলীতে থাকা খাবারের অংশ, রক্ত ও নখ।