জননেত্রী যখন প্রধানমন্ত্রী, তখন কোনো ভাইরাসেই চিন্তা নেই; খালিদ মাহমুদ চৌধুরী

জেলা প্রতিবেদকঃ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে সবচেয়ে গুরুতর সমস্যা হলো করোনা ভাইরাস, এ ভাইরাস মোকাবিলায় আমরা শতভাগ সক্ষম। আমাদের সরকারি-বেসরকারি সব হাসপাতালগুলো করোনা-প্রতিরোধে প্রস্তুত করে রাখা হয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মনিপুর উচ্চ বিদ্যালয়ে ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী তখন কোনো ভাইরাস নিয়েই আমাদের চিন্তা নেই। কেননা জননেত্রীর বলিষ্ঠ নেতৃত্বেই আমরা সব সমস্যার সমাধান খুঁজে পাব।
এরপর প্রধান অতিথি সেতাবগঞ্জ বড়মাঠে মামুন সানু স্মৃতি ভলিবল ও ফিরোজ্জামন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।