জমি চাইতে গিয়ে পিতা-পুত্রসহ আটক-৪-আহত-১

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে জমি চাইতে গিয়ে পিতা-পুত্রসহ আটক হয়েছেন ৪ জন । জমির দাবীতে ঘটনাস্থলে আ: বারীর (বারেক) স্ত্রী সন্তানসহ রাত-দিন ব্যাপী অবস্থান করছেন ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে, আজ শুক্রবার ভোরে নালিতাবাড়ীর কালিনগর এলাকায় মোস্তাফিজুর রহমান মুকুল এর রাইছ মিল সংলগ্ন ১২ শতাংশ জায়গার মধ্যে গড়কান্দা মহল্লার আ: বারি কাগজে থাকা তার নামের ৬শতাংশ জমি দখলে যায় । এসময় মোস্তাফিজুর রহমান মুকুল বাধা দেয় এবং তার লোকজন আ: বারির স্ত্রী ফিরুজা খাতুন (৫৫) কে মারধর করে ।পরে ঘটনাস্থলে পুলিশ এসে আ: বারি (৬৩), তার পুত্র মো: ফারুক মিয়া (৪০), সুরুজ মিয়া (৫৫) ও মো: আসাদুলসহ ৪ জনকে পুলিশ আটক করে । এব্যাপারে ঘটনাস্থলে থাকা আ: বারির স্ত্রী ফিরুজা খাতুন বলেন, আমার স্বামীর নামের কাগজের জায়গায় আমরা এসেছি তার জায়গায় তো যাইনি । তাহলে সে আমাদের বাধা দিয়ে কেন মারপিট করবে ? আর পুলিশ আমার স্বামী, সন্তান এবং আমার লোকজন ধরে নেওয়ার কোন যৌক্তিকতা দেখি না । এদিকে মুকুল আমার টিন, সিমেন্ট খাম, বাশ, লেপ তোষকসহ লক্ষাধিক টাকার মালামাল জোড় পূর্বক লোটপাট করে নিয়ে গেছে । ঘটনাস্থল পরিদর্শনের সময় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, জমি নিয়ে বিরোধ এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি । তবে দু পক্ষকে বলেছি শান্ত থাকতে এবং বিষয়টি নিয়ে পরে আলোচনা করা হবে । মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, এই জমির ব্যাপারে আদালতে মামলা আছে । রায় হলে বিষয়টি নিস্পত্তি হবে । নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক এবং মামলা হয়েছে। মামলা নং-৪ ।