জর্ডানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৪ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে রোববার চার হামলাকারীসহ ১৪ জন মারা যাওয়ার পর দুই দিন যেতে না যেতেই মঙ্গলবার সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে চার পুলিশ সদস্য মারা গেলেন।

রোববার ঐতিহাসিক কারাক শহরের হামলার দায় স্বীকার করে আইএস। এরপর শুরু হয় সন্ত্রাসী নেটওয়ার্কের শেকড় উপড়ে ফেলার অভিযান। মঙ্গলবার এই কারাক শহরে এক বাড়িতে অভিযানের সময় নিহত হন পুলিশের চার সদস্য ও এক সন্ত্রাসী।

সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোমানি জানিয়েছেন, কারাকের একটি অবস্থান করছিল সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যরা। খোঁজ পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত ও ১১ সদস্য আহত হন।

মোমানি আরো জানান, শুধু কারাক নয়, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে আলাপ-আলোচনা করছেন তারা। আরো অভিযানের প্রস্তুতি চলছে।

কারাকের হামলার দায় আইএস স্বীকার করলেও তাদের বিষয়ে কোনো মন্তব্য করেনি জর্ডান। ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী সামরিক জোটে অংশ নেওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে দাবি করে এই জঙ্গিগোষ্ঠী।