জলঢাকায় উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– নীলফামারীর জলঢাকায় আসন্ন উপজেলা পরিষদের শুন্য হয়ে যাওয়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মশিউর রহমান বাবু বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। অপর দিকে উপজেলার জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দেন। জামায়াত সমর্থীত প্রার্থী ফয়সাল মুরাদ মনোনয়ন পত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে সকাল থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের ভীড় জমায়। গত ২৮/২০১৬ মে পৌরসভা নির্বাচনে ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর মেয়র পদে নির্বাচন করলে আসনটি শুন্য হয়। গত ২ ফেব্র“য়ারী উপ-নির্বাচনের তফশীল ঘোষনা করে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ আসনটিতে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।