জলঢাকায় প্রকল্প সমাপনী কর্মশালা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায়   কমিউনিটি ক্লাইমেট চেন্জ প্রজেক্ট ( সিসিসিপি) ও ঝুকি নিরসনে স্হানীয় উদ্দ্যোগ(লাইভ) প্রকল্পর সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা হলরুমে সেলফ — হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম শার্পের আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)  এর সহযোগিতায়  প্রকল্প সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্পের নির্বাহী প্রধান মাহবুব — উল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান, ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা প্রানী সম্পদ অফিসার তরিকুল ইসলাম, শার্পের সহকারি পরিচালক রবিউল করিম ও জলঢাকার এরিয়া ম্যানেজার সোহেল রানা প্রমুখ। এই প্রকল্প বাস্তবায়নের ফলে কর্ম এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে আক্রান্ত জনগন ঝুঁকি মোকাবেলায় সহনশীল হয়েছে। এছাড়াও বাংলাদেশের বন্যা আক্রান্ত এলাকার জনগনের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে ।