জলবায়ু ইস্যুতে সুর পাল্টালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনের পরিবর্তনের সঙ্গে তাল মেলানো মুশকিল হয়ে পড়ছে। কারণ আগে তিনি বিভিন্ন বিষয়ে যা বলেছিলেন, এখন তিনি সেসব বিষয়ে উল্টো সুরে কথা বলছেন।

এবার জলবায়ু পরিবর্তন ইস্যুতে সুর পাল্টেছেন তিনি। নির্বাচনী প্রচারের সময় জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন তুলে নেওয়ার কথা জোর গলায় বলে এলেও এবার বলেছেন, বিষয়টি নিয়ে তিনি নতুন করে চিন্তাভাবনা করেছেন।

মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, জলবায়ু পরিবর্তন ‘ধাপ্পাবাজি’ ছাড়া আর কিছুই নয়। আর এই মিথটি শুরু করেছিল চীনারা। তিনি ক্ষমতায় এলে গত বছর প্যারিস চুক্তি থেকে আমেরিকার অনুসমর্থন প্রত্যাহার করে নেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্যারিসসহ আন্তর্জাতিক চুক্তিগুলোর বিষয়ে তিনি ‘খোলা মন’ নিয়ে চিন্তাভাবনা করছেন।

তিনি বলেন, ‘আমি খুব সূক্ষ্মভাবে ব্যাপারটা দেখছি। এ বিষয়ে আমি খোলা মনে ভাবছি।’মানুষের কার্যকলাপের সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ‘কিছুটা সম্পর্ক’ আছে বলেও মনে করেন তিনি ।