জাপানে হঠাৎ রাস্তা দেবে বিশাল গর্ত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ফুকুয়োকা শহরের প্রধান সড়কের একটি অংশ হঠাৎ দেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরটির প্রধান রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, হাকাতা স্টেশনের কাছে হঠাৎ করে সড়কের একটি অংশ দেবে ২০ মিটার গর্তের সৃষ্টি হয়। এর কয়েক ঘন্টা পর গর্তটি পানিতে পূর্ণ হয়ে যায়। এ ঘটনায় রাস্তার নিচের বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ লাইন ভেঙ্গে গেছে। সড়কের পাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কিয়োডো নামে একটি সংবাদমাধ্যমকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় এবং আমি বিকট শব্দ শুনতে পাই। পরে বাইরে গিয়ে সড়কে বিশাল গর্তটি দেখতে পাই।

শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের পাশেই একটি পাতাল রেল লাইনের কাজ চলছিল। এর ফলেই হয়তো ভূমিধসের ঘটনা ঘটেছে।