জামাইষষ্ঠীর আগেই শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন

মূলত জামাইদের খাতির-যত্ন করাই উদ্দেশ্যে বাঙালির অন্যতম বিখ্যাত উৎসব জামাইষষ্ঠী। সমস্ত শাশুড়িরা অপেক্ষায় থাকেন কখন জামাই আর মেয়ে আসবে বাড়িতে আর পাত পেড়ে তিনি তাদের আপ্যায়ন করবেন।

তবে আপনার হবু শাশুড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো না থাকলে কিন্তু এমনটা আপনি মিস করতেই পারেন। তাই এই বিশেষ দিনটির জন্য সারা বছর ধরে শাশুড়ির আদর যত্ন আপনাকেও করতে হবে। আপনাকে কীভাবে দেখেন সেটাও ভাবার বিষয়।

জামাইদের জন্যে:

১. শাশুড়ি আপনার থেকে বয়সে বড় হলেও তিনি আপনার মায়ের মতোই। তাই নিজের মায়ের সঙ্গে যেমন খোলামেলা কথা বলেন তেমনি শাশুড়ির সঙ্গে বন্ধুর মতো মিশতে পারেন।

তার কাছে বিশেষ খাবারের আবদারও করতে পারেন। আবার মাঝে মাঝেই তার কাছে গিয়ে খোঁজ নিয়ে আসুন তাদের।

২. শাশুড়ির সঙ্গে এমন কোন খারাপ ব্যবহার করবেন না যাতে তিনি মনে করেন যে আপনি তাকে গুরুত্ব দেন না। তবে বেশি গভীরে না জড়ানোই আবার ভালো।

৩. শাশুড়ির সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্কের মাঝে আপনি নাক গলাবেন না।

এই বিষয়ের দিকে বিশেষ খেয়াল রাখলে জামাইষষ্ঠীর আগে শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক তৈরী করতে পারবেন।