জামাকাপড়ে বেদানার কষ

আমাদের জামাকাপড়ে বেদানার কষ লাগলে সাবান দিয়ে ঘষতে ঘষতে হাত ব্যাথা হয়ে যায়৷ হাজার চেষ্টা করলেও সেই দাগ ওঠানো ভীষণ কঠিন৷ কিন্তু আর এই নিয়ে মাথা ব্যাথা করার কোনও দরকার নেই৷ সম্পূর্ণ এক নতুন কৌশলে এবং এক অন্যরকম পদ্ধতিতে বেদানা ছাড়ানো সম্ভব৷ ছুরি দিয়ে আর কষ্ট করার একেবারেই দরকার নেই৷ জানুন সেই অনন্য পদ্ধতি৷

১. একটা বেদানা নিয়ে তাতে প্রথমে ছুরি দিয়ে হাল্কা করে ডগাটা ছাড়িয়ে ফেলে দিন৷

২. তারপর বেদানার চারপাশটা ছুরি দিয়ে একটু ফাটিয়ে নিন৷

৩. একটা পাত্রর ওপর রেখে, বেদানাটা একটু চাপ দিয়ে চিড়ে নিয়ে ওপর দিক থেকে চামচ বা শক্ত কোনও জিনিস দিয়ে ঘা দিতে থাকুন৷

৪. দেখবেন ধীরে ধীরে সেই পাত্রে বেদানার সব বীজগুলো ঝরে পড়বে৷

হতে বা জামাকাপড়ে কষ লাগার কোনও ভয় নেই৷ আর সময়ও খুব কম লাগবে৷