জামায়াত নেতা ৬ দিনের রিমান্ডে : লিটন হত্যা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জামায়াত নেতা সাইফুল ইসলাম মণ্ডলের (৫০) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন। এর আগে রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

সাইফুল ইসলাম মণ্ডল সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলের জামায়াতে ইসলামীর আমির। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালতের পরিদর্শক (জিআরও) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল ইসলাম মণ্ডলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক দীর্ঘ শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দেখা করার কথা বলে এমপি মনজুরুল ইসলাম লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়ার নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় লিটনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটনকে মৃত ঘোষণা করা হয়।

ওই ঘটনায় রোববার রাতে লিটনের বোন তাহমিদা বুলবুল কাকুলি বাদী অজ্ঞাতদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।