জামিন আবেদন ‘আউট অব লিস্ট’: জাপানি হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় জাপানি নাগরিক হিরোয়ি মিয়াতা (৬১) হত্যা মামলার আসামি মারুফুল ইসলামের জামিন আবেদন ‘আউট অব লিস্ট’ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন না দিয়ে এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মীর নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৯ অক্টোবর ভোর ৪টার দিকে কৌশলে হিরোয়ি মিয়াতাকে হত্যা করে তার ব্যবসায়িক অংশীদাররা।

এ ঘটনায় মো. মারুফুল ইসলাম (৩০), রাশেদুল হক ওরফে বাপ্পী (৪২), ফখরুল ইসলাম (২৭), বিমল চন্দ্র শীল (৪০) ও মো. জাহাঙ্গীরের (২৮) বিরুদ্ধে মামলা করে পুলিশ।

পরে পুলিশ ঢাকা ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে বিমল চন্দ্র শীল চিকিৎসক, অন্যরা তৈরি পোশাক ব্যবসায়ী।

হিরোয়ি মিয়াতার মাধ্যমে তারা জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতেন।

প্রায় ১০ বছর ধরে ঢাকায় বসবাস করছিলেন হিরোয়ি মিয়াতা। দীর্ঘদিন ধরে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে থাকতেন। ঢাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া জাপান সরকারের পেনশন পেতেন হিরোয়ি।