জার্মানিতে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় দুই নারী ও এক শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কেন্দ্রীয় জার্মানিতে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। রোববার হেসে রাজ্যের ফুলডা শহরের কাছে ওয়াসারকুপে পর্বতের এয়ারফিল্ডে একক ইঞ্জিন বিশিষ্ট চেসনা বিমানটি বিধ্বস্ত হয়। এটি বেশ কয়েকজন মানুষের ভিড়ের মধ্যে আঘাত হানে।

বিমানটি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনীতে আঘাত হানে। স্থানীয় সময় বিকাল পৌনে চারটার দিকে এটি বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচজন দুর্ঘটনায় আহত হয়েছে। এদের মধ্যে চারজনই বিমানের আরোহী। দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানতে কাজ করে যাচ্ছে পুলিশ। ওই বিবৃতিতে জানানো হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশুটির বয়স ১০ বছর।

৫৬ বছর বয়সী বিমানের পাইলট এবং আরও তিন আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় আবহাওয়া অনুকূলে ছিল বলে জানানো হয়েছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।