জায়নামাজ নেওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে না যেতে মুসল্লিদের অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দীন কোরেশী।

তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রতিকূল আবহাওয়া হলে মুসল্লিরা ঈদগাহে ছাতা নিয়ে আসতে পারবেন।’

সোমবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাহাবুদ্দীন কোরেশী বলেন, ‘ঈদের দিনে জাতীয় ঈদগাহ এলাকায় সাতটি চেকপো্স্ট বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে দোয়েল চত্বর, মৎস ভবন, সরকারি কর্মচারী হাসপাতাল, জিরো পয়েন্ট ক্রসিং (জিপিও), ইউবিএল এসিং এবং মাজার গেইট। এসব এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে রাখা হবে।’

তিনি আরো বলেন, ‘ঈদে মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য ডিএমপির আওতায় সকল মসজিদে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। এবার কমিউনিটি পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করব।’

শাহাবুদ্দীন কোরেশী জানান, জাতীয় ঈদগাহে পুলিশ, র্যা ব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি নিয়ন্ত্রণ কক্ষ বসানো হয়েছে। ঈদগাহ মাঠ ও এর আশপাশে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।