জিন-ইনসানের ক্ষতি থেকে শিশুদের রক্ষার আমল

ধর্ম ডেস্কঃ আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, নবী (সা.) নিম্নোক্ত দোয়ার মাধ্যমে হাসান ও হুসাইন (রা.)-এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, এই দোয়ার মাধ্যমে তোমাদের পিতা [ইবরাহিম (আ.)] ইসমাঈল ও ইসহাকের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। (দোয়াটি হলো) ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়তানিন, ওয়া হাম্মাতিন, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩৭১)

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ : ‘আউজুবি বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিও ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।’
অর্থ : ‘আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক (সৃষ্টির) কুদৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (বুখারি)

এ সম্পর্কে হাদিসের বর্ণনাটি এমন-
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, ‘নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (নিজেই শিশু) হাসান এবং হুসাইন (রাদিয়াল্লাহু আনহুমা)-এর জন্য নিম্নোক্ত দোয়া পড়ে পানাহ চাইতেন আর বলতেন- তোমাদের পিতা ইবরাহিম আলাইহিস সালাম ইসমাঈল ও ইসহাক (আলাইহস সালাম)-এর জন্য (এ) দোয়া পড়ে পানাহ চাইতেন। (তাহলো)-
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
‘আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক (সৃষ্টির) কুদৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (বুখারি)

সুতরাং প্রত্যেক বাবা-মা ও অভিভাবকের উচিত, শয়তান, বিষাক্ত প্রাণী ও সৃষ্টির কুদৃষ্টি থেকে শিশু সন্তানদের মুক্ত রাখতে হাদিসের অনুকরণে এ দোয়াটি বেশি বেশি পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবির শেখানো দোয়াটি বেশি বেশি পড়ে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। নিজ নিজ সন্তানকে শয়তান, বিষাক্ত প্রাণী ও সৃষ্টির কুদৃষ্টি থেকে মুক্ত রাখার তাওফিক দান করুন। আমিন।