জিয়ার সমাধিতে ফুল দিতে যাবেন খালেদা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফূল দিতে যাবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

দিনটি উদযাপনের শুরুতে সোমবার সকাল ১০টায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় পবিত্র ফাতেহা পাঠ করবেন।

দেশব্যাপী দলের সব ইউনিটে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তনে সেনানিবাসে বন্দি হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে মুক্ত হন তিনি। পরে তিনি রাষ্ট্র্রক্ষমতা নেন এবং এক পর্যায়ে বিএনপি গঠন করেন।

এই দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। আওয়ামী লীগ পালন করে ‘মুক্তিযোদ্ধা-সৈনিক হত্যা দিবস’ হিসেবে। আর জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ দিনটি ‘সিপাহী জনতার অভ্যূত্থান দিবস’ হিসেবে পালন করে।