‘জুয়েলারি শিল্পকে এগিয়ে নিতে ঋণ প্রক্রিয়া সহজ করতে হবে’

পঞ্চগড়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেছেন, স্বর্ণ ব্যবসা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা। এ ব্যবসায় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে। এ ব্যবসাকে এগিয়ে নিতে ঋণ প্রক্রিয়া সহজ করতে হবে। এ জন্য উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ব্যাংককে।

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে স্বর্ণ ও জুয়েলার্স ব্যবসাকে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এ শিল্পের উন্নয়নে সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে, উল্লেখ করেন দিলীপ কুমার।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর এলাকার রাজনগড়ে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে বাজুসের পঞ্চগড় জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিলীপ কুমার আগারওয়ালা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। আমাদেরও জুয়েলারি শিল্পকে পরিচ্ছন্ন করতে হবে। কোনো অন্যায় করা যাবে না। ট্যাক্স-ভ্যাট সঠিকভাবে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল বলেন, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর বাংলাদেশের জুয়েলারি শিল্পকে বৈশ্বিক শিল্প হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন। এজন্য তিনি নিরলস কাজ করছেন। বাংলাদেশের জুয়েলারি শিল্পীরা আন্তর্জাতিক মানের ডিজাইন করেন। তাদের কাজও আন্তর্জাতিক মানের। তাই এ শিল্পকে এগিয়ে নিতে আপনাদের সংগঠিত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য এনামুল হক সোহেল।