জেলা ছাত্রদলের প্রাক্তন আহ্বায়ক বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদলের প্রাক্তন সদস্য, জেলা ছাত্রদলের প্রাক্তন আহ্বায়ক রহমতুল্লাহ আইয়ুবের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত ইবি রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে আইয়ুবের বাড়িতে এই হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।

এতে আইয়ুবের বাড়ির বিভিন্ন কক্ষের দরজা ও জানালার গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় তার পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রহমতুল্লাহ আইয়ুব জানান, সিরাজগঞ্জ জেলা বিএনপিকে উজ্জীবিত করতে কাজ করা আমার অপরাধ। বিএনপি চেয়ারপারসনের নির্দেশে আমরা কাজ শুরু করেছি। আমাদের কাজকে বাঁধাগ্রস্ত করতে ও ভীতি সৃষ্টি করতেই যুবদলের নেতা-কর্মীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রাক্তন যুগ্ম-আহ্বায়ক মির্জা মোস্তফা জামান বলেন, যুবদলের কিছু নেতা-কর্মী আতঙ্ক ছড়ানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে। অতিদ্রুত সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আমাদের জেলায় কাজ করার জন্য বলেছেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি গ্রুপ ভীতি সৃষ্টির লক্ষে এই হামলা চালিয়েছে।