জেলা পরিষদের সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা এরশাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় নির্বাচনের আগাম প্রস্তুতি নিতে বললেও আসন্ন জেলা পরিষদের সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের কাছে যাও, মানুষের প্রিয় হও, দলকে শক্তিশালী করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হও।’

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় যুব সংহতির ‘যুব দিবস’ পালন উপলক্ষে র‌্যালির উদ্বোধন করে প্রাক্তন রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সামনে জেলা পরিষদ নির্বাচনের কথা হচ্ছে। কেউ কেউ যেতে চাইলেও অনেকেই নির্বাচনে যেতে চায় না। কেন নির্বাচনে যাব? গিয়ে কী হবে? এখনো নির্বাচনে বোমাবাজি হচ্ছে। কেন্দ্রদখল ও রক্তারক্তির ঘটনা ঘটছে। নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না?’

‘প‌ত্রিকায় লেখা ‌দেখ‌ছি, আগাম সংসদ নির্বাচন হতে পারে। নির্বাচনের জন্য আমরা যেকোনো সময় প্রস্তুত রয়েছি’, বলেন এরশাদ।

দেশ মাদকে সয়লাব মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশ মাদকে সয়লাব। হাত বাড়ালেই ইয়াবা। কোথায় ইয়াবা বি‌ক্রি হয় আমরা সবাই জা‌নি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না।’

ঘুষ-দুর্নীতির জন্য সরকারের কড়া সমালোচনা করেন এরশাদ। তিনি বলেন, ‘বলা হচ্ছে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। অথচ শুনেছি একজন পুলিশ কনস্টেবলকে চাকরির জন্য আট লাখ টাকা ঘুষ দিতে হয়। তাহলে দেশের লক্ষ যুবকের কী হবে? তারা কোথায় চাকরি পাবে?’

‘একশর বে‌শি বিশ্ববিদ্যালয় রয়েছে। হাজার-হাজার শিক্ষার্থী প্র‌তিবছর বের ‌হচ্ছে। তারা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে সংসারের বোঝা হচ্ছে। এক সময় হতাশাগ্রস্ত থেকে নেশাগ্রস্ত হচ্ছে। এদের ফেরাতে হবে, যুব সংহতির নেতা-কর্মীদের এই গুরু দায়িত্ব নিতে হবে।’

যুব সংহতির মাধ্যমে আবারো ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করে এরশাদ বলেন, ‘এই যুব সংহতির মাধ্যমে আমি ক্ষমতায় গিয়েছিলাম। যুব সংহতির মাধ্যমে আবারো ক্ষমতায় যেতে চাই।’

তিনি বলেন, ‘দলকে শক্তিশালী করো, শক্তি অর্জন করো। কারণ দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। তোমাদের নির্দেশ দি‌চ্ছি, জনগণের কাছে যাও, তাদের ভালোবাসা অজর্ন করো। তাহলে আমরা আগামীতে ক্ষমতায় যেতে পারব।’

এর আগে বক্তব্য রাখেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সুনীল শুভ রায়, এমপি সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরিফ খান, যু্গ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী, যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন, সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় নেতা জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান, ইছহাক ভুইয়া, দ্বীন মোহাম্মদ প্রমুখ।

১০টার কর্মসূচি ১১টায়, ছিলেন না অধিকাংশ নেতা

যুব সংহতির র‌্যালি সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও এই কর্মসূচি শুরু হয় বেলা সোয়া ১১টায়। নির্ধারিত সময়ে নেতা-কর্মীর অনুপস্থিতির কারণে ঠিক সময়ে কর্মসূচি শুরু করা যায়নি। তা ছাড়া যুব সংহতির কেন্দ্রীয় কর্মসূচিতে কম লোক সমাগমের বিষয়টি পার্টির চেয়ারম্যানও ভালভাবে নেননি বলে জানা গেছে।

কর্মসূচি উপলক্ষে সকাল ১০টা ১০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে এসে পৌঁছান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারসহ শীর্ষ পর্যায়ের নেতারা। কিন্তু নির্ধারিত সময়ে যুবসংহতি নেতা-কর্মীর ‍উপস্থিতি ছিল নগণ্য। নেতা-কর্মীর উপস্থিতি না বাড়া পর্যন্ত প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয় এরশাদকে।

এ সময় এরশাদ কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের অফিসে দলীয় নেতাদের সঙ্গে কথা বলে সময় পার করেন। ১১টার দিকে নেতা-কর্মী বাড়লে কর্মসূচি শুরু হয়। পরে কর্মসূচিতে যোগ দেন এরশাদ।

জানা গেছে, যুব সংহতি থেকে বাদ দেওয়ায় রেজাউল ইসলাম ভূইয়ার সমর্থিত একটি অংশ এই কর্মসূচিতে যোগ দেননি। একইভাবে কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন জাতীয় পার্টি ঢাকা মহানগর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাসহ অধিকাংশ শীর্ষ পর্যায়ের নেতা। নেতাদের অনুপস্থিতি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কানাঘুষা করতে দেখা গেছে।