জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ!

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। সেটি ৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

মেঘনা নদী থেকে ধরা পড়া ইলিশটি বুধবার সন্ধ্যায় উপজেলার মতিরহাট মাছঘাটে স্থানীয় দাদনদার আবদুল মালেকের আড়তে মাছটি বিক্রি হয়।

মাছ আড়তে উঠালে কয়েকজন মাছ ব্যবসায়ীর বহু ডাকে ইলিশটি চড়া দামে বিক্রি হয়।

সর্বোচ্চ দামে এক বেপারি মাছটি কিনে বিক্রয়ের জন্য ঢাকায় পাঠান।

জেলে আব্দুস সাত্তার জানান, তারা ৫ জন জেলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। বুধবার বিকালে জোয়ারের সময় নদীতে জাল ফেললে ইলিশটি ধরা পড়ে।

মতিরহাটের দাদনদার আব্দুল মালেক বলেন, তার দাদন দেওয়া জেলে আব্দুর সাত্তার বড় মাছটি বিক্রির জন্য ঘাটে নিয়ে আসেন। এ সময়টাতে সাধারণত এত বড় ইলিশ মাছ মেঘনায় পাওয়া যায় না। এ ছাড়া নদীতে মাছের অকাল থাকায় বেপারিদের কাছে বড় মাছের চাহিদা বেশি। তাই চড়া দামে মাছটি বিক্রি হয়েছে। চলতি মৌসুমে এত বড় মাছ এ অঞ্চলের আর কারও জালে ধরা পড়েনি বলেও জানান তিনি।