জয়ের স্বাদ যেন ভুলতে বসেছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক : বড় দলগুলোর বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ যেন ভুলতে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা যে গত পাঁচ বছরে শীর্ষ আট দলের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি!

২০১২ সালে জুলাইয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৪-১-এ। এরপর থেকে শীর্ষ আট দলের বিপক্ষে ১৬টি সিরিজ হেরেছে ক্যারিবীয়রা।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে চলমান সিরিজেও এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ ভারত জিতেছে বড় ব্যবধানে।

অ্যান্টিগায় আজ পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজে টিকে থাকার এটাই শেষ সুযোগ ওয়েস্ট ইন্ডিজের। আজ হারলে সিরিজ জয়ের আশাও যে আর থাকবে না স্বাগতিকদের।

অন্যদিকে ভারত আছে দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের দুইদিন পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বিরাট কোহলির দল। প্রথম ম্যাচে দারুণ শুরুর পর বৃষ্টি ভাসিয়ে নিয়েছিল ম্যাচ। দ্বিতীয় ম্যাচে অজিঙ্কা রাহানের সেঞ্চুরিতে ৪৩ ওভারেই ৩১০ রান তোলে সফরকারীরা। পরে ম্যাচ জেতে ১০৫ রানে।

রাহানে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাননি রোহিত শর্মার কারণে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে নেই রোহিত। তার জায়গায় সুযোগ পেয়ে রাহানে প্রথম ম্যাচেই করেন ফিফটি, দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি। শিখর ধাওয়ান চ্যাম্পিয়নস ট্রফির ফর্মটা টেনে এনেছেন ওয়েস্ট ইন্ডিজেও। দুই ম্যাচেই করেছেন ফিফটি।

ওয়েস্ট ইন্ডিজের সামনে তাই আজও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।