জয় দিয়ে আইপিএল মৌসুম শেষ করল বেঙ্গালুরু

ক্রীড়া প্রতিবেদক: পুরো আসরে নিষ্প্রভ হয়ে থাকা ক্রিস গেইল জ্বলে উঠেন শেষ ম্যাচে। ৩৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন বেঙ্গালুরুর এ ওপেনার। এছাড়া অধিনায়ক বিরাট কোহলিও রানের দেখা পেয়েছেন। ৪৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন কোহলি। তাদের দুজনের ব্যাটে লড়াকু পুঁজি পায় বেঙ্গালুরু।
জবাবে হার্শাল পাটেল ও পাওয়ান নেগীর নিয়ন্ত্রিত বোলিংয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি দিল্লি। দুই ভারতীয় বোলার ৩টি করে উইকেট নিয়েছেন। অন্যদিকে দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন রিসাভ পান্ট। ৩২ রান আসে শ্রেয়াস ইয়েরের ব্যাট থেকে।

ম্যাচ সেরা নির্বাচিত হন হার্শাল পাটেল।

আইপিএলের গত আসরে রানার্সআপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবার নিজেদেরকে মেলে ধরতে পারেনি কোহলির দল। ১৪ ম্যাচে মাত্র ৩ জয় তাদের। ১০টি ম্যাচই হেরেছে গেইল, ওয়াটসন, এবি ডি ভিলিয়ার্সরা।
জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রোববার দিল্লি ডেয়ারডেভিলসকে ১০ রানে হারিয়েছে বেঙ্গালুরু।

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বিরাট কোহলির বেঙ্গালুরু ৬ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে দিল্লি ডেয়ারডেভিলস সবকটি উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি।