ঝিনাইদহে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা

ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। আর অভিযুক্ত খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার রাতে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এরই জের ধরে মোটরসাইকেলের চালক খালিদ হাসানের সঙ্গে হাফিজুরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে খালিদ হাসান কয়েকজনকে সঙ্গে নিয়ে হাফিজুর রহমানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের আটকে অভিযান চলছে।