ঝিনাইদহ কৃমিনাশক বড়ি খেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কৃমিনাশক বড়ি খেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার সকালে শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষক ও স্বজনরা জানান, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আজ সকালে সদরসহ শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। এরপর থেকে প্রথমে অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। পরে দেবতলা, কবিরপুর, হিতামপুর ও কাতলাগাড়িসহ সদরের গয়াসপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

তাদেরকে ভ্যান, নসিমন ও ফায়ার সার্ভিসের গাড়িতে করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, এ সমস্যায় আতঙ্কিত হওয়ার কিছুই নেই। গরমের কারণে এই রোগ হয়। এটাকে সাইকোজেনিক ইলনেস রোগ বলা হয়ে থাকে। সুস্থ হয়ে গেলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।