ঝিনাইদহ মহেশপুরের ভারতীয় সীমান্তে বিজিবির অভিযানে ১০০সি.সি মোটরবাইক উদ্ধার

মশিয়ার রহমান(মহেশপুর):আজ বুধবার সকালে মহেশপুর উপজেলার ৪নং কুসুমপুর ইউনিয়নের চাপাতলা গ্রামথেকে একটি ১০০ সিসি মোটরবাইক পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে ৫৮ ব্যাটেলিয়ানের কুসুমপুর বিজিবি।জানাগেছে,গতকাল মঙ্গলবার রাত্রে পার্শবর্তী পদ্মপুকুর গ্রামের মোঃহাফিজুল মিয়া(২৫),তার দলবল নিয়ে বিজিবির আদেশ অমান্যকরে গরু আনার উদ্দেশ্যে চোরাইপথে ভারতে প্রবেশকরে,যাবার পথে হাফিজুল মিয়া তার একটি ১০০সিসি মোটরগাড়ি চাপাতলা গ্রামের শুক্র ময়রার বাড়ীতে রেখেযায়।অপরদিকে কুসুমপুর বিওপি ক্যাম্পের নায়েক মোঃঔদুদ মাহেব তার সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত টহল কালীন, এক গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি পরিত্যাক্ত মোটরবাইকের নিকট হাজির হয়,খবরপেয়ে চোরাকারবারী হাফিজুল,বিজিবির হাতে ধরাপড়ার ভঁয়ে ঘটনাস্থল থেকে পালিয়েযায়। বিজিবি তৎক্ষনাত মোটরবাইক টি জব্দকরে।বিজিবি অতিরিক্ত দুটি তালা দিয়ে গাড়ীটি শুক্র ময়রার বাড়ীতেই রেখেযায়।পরদিন বুধবার সকালে কুসুমপুর বিওপির নায়েক মোঃঔদুদ সাহেব মোটরবাইক টি কুসুমপুর বিওপিতে নিয়েযায়।এদিকে গাড়ীর মালিক  হাফিজুল মিয়া প্রকৃত চোরাচালানের সাথে জড়িত থাকার কারনে নীজএলাকায় গাঢাকা দিয়ে আছে।কুসুমপুর বিওপি কমান্ডার সুবেদার মোঃমর্তুজা সাহেব বলেন-আজ বুধবার সকালে আমার ৫৮ বর্ডারগার্ড কুসুমপুর বিওপি র টহলরত বিজিবি চাপাতলা গ্রামথেকে বাংলাদেশী একদল ভারতীয় গরু চোরাচালানী দলের হোতা মোঃহাফিজুল মিয়ার একটি ১০০সিসি জাপানী ইয়ামাহা মোটরবাইক পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।বিষয়টি উর্ধতন কর্তিপক্ষকে জানানো হয়েছে।বর্তমান গাড়ীটি প্রশাসনিক নিয়মে চালান দেয়ার প্রক্রিয়া চলছে।