টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেক্স: ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

টস : দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জেপি ডুমিনি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ ০-৪ দক্ষিণ আফ্রিকা : দুই দল এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি খেলেছে। প্রতিটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা।

৭ বছরের অপেক্ষা : ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে ২০১০ সালে একটি মাত্র টি-টোয়েন্টি হয়েছিল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ৭ বছর অপেক্ষা করতে হল ব্লুমফন্টেইনকে।

তিন পেসার, এক স্পিনার নিয়ে বাংলাদেশ : তিন পেসার এবং এক পেস অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। এছাড়া একজন বিশেষজ্ঞ স্পিনার ও এক স্পিন অলরাউন্ডার নিয়ে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।