টাঙ্গাইলের ট্রাক রাস্তা থেকে উল্টে গেলে চারজন নিহত

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক রাস্তা থেকে ছিটকে উল্টে গেলে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাবনার বেড়া উপজেলার বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার কোমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাসিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফসার (৬০)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান রাইজিংবিডিকে বলেন, সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক জোগারচর এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত ও ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।