টাঙ্গাইল মেডিক্যালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইল : জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলে মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল নির্মূল অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও নাফিসা আক্তারের নেতৃত্বে র‌্যাব-১২ ওই অভিযান চালায়। এ সময় এক নারীসহ ৯ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শফিকুল ইসলাম (৩৯), রাকিব (৩১), রেজাউল করিম (৩২), মো. সুজন (২১), সোহেল (২৮), আলমগীর (১৯), খলিলুর রহমান (২২), শেফালী (৩০) এবং ছবুর উদ্দিন (৫০)। এদের বাড়ি টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায়। এদের মধ্যে শেফালী ও ছবুর উদ্দিনকে ১৫ দিনের ও বাকিদের ১ মাসের কারাদ- দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা সবাই হাসপাতাল চত্বর থেকে রোগীদের জোর করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতো বলে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।