টিআর-কাবিখা খেতে আসেনি, জনগনের সেবা করতে এসেছি- এমপি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উলিপুরের কোন গ্রামীন সড়ক কাঁচা থাকবে না, পর্যায়ক্রমে সব সড়ক পাকা করে দেয়া হবে। আমি টিআর-কাবিখা খেতে আসেনি, আমি জনগনের সেবা করতে এসেছি। কারো কোন প্রয়োজন হলে সরাসরি আমার কাছে আসবেন, আমার কাছে আসতে অন্য কাউকে ধরতে হবে না। কুড়িগ্রামের উলিপুরে সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় থেতরাই আব্দুল জব্বার কলেজের ‘নতুন ভবন উদ্বোধন’ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের এক আলোচনা সভায় কথাগুলো বলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

থেতরাই আব্দুল জব্বার কলেজের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, হাফিজুর রহমান সেলিম প্রমুখ।