টি-টোয়েন্টি সিরিজ কার- শ্রীলঙ্কার নাকি পাকিস্তানের?

ক্রীড়া ডেস্ক : টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। পাকিস্তান সেটার বদলা নিয়েছে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ৫-০ তে হোয়াইটওয়াশ করে। এবার টি-টোয়েন্টি সিরিজ কার- শ্রীলঙ্কার নাকি পাকিস্তানের?

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। একই সময়ে ব্লুমফন্টেইনে শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচও।

পাকিস্তানের সঙ্গে পাঁচটিসহ টানা ১২ ওয়ানডে হেরেছে শ্রীলঙ্কা। তবে ২০১৭ সালে তাদের টি-টোয়েন্টি রেকর্ডটা বেশ ভালোই। বছরের শুরুতে শ্রীলঙ্কা দুটি অ্যাওয়ে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়। এরপর দেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছে। সর্বশেষ ভারতের বিপক্ষে এক ম্যাচের সিরিজটা হেরেছে। শেষ ৯ ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে ৫টি।

আবুধাবিতে সিরিজের প্রথম দুই ম্যাচের পর শেষ ম্যাচটা হবে পাকিস্তানের লাহোরে। ২০০৯ সালে এই লাহোরেই শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছিল। এরপর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। লাহোরে যারা যাবে তাদেরই শুধু টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রেখেছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আকিলা ধনঞ্জয়া লাহোরে যেতে অনীহা প্রকাশ করায় তাদের ছাড়াই সিরিজ খেলতে হচ্ছে লঙ্কানদের।

থারাঙ্গার অনুপস্থতিতে শ্রীলঙ্কার নতুন দলকে নেতৃত্ব দেবেন থিসারা পেরেরা। ১৬ জনের স্কোয়াডের ১১ জনের এখনো টি-টোয়েন্টি অভিষেকই হয়নি। যেখানে পেরেরা একাই খেলেছেন ৬০টি টি-টোয়েন্টি, সেখানে বাকি দলের অভিজ্ঞতা ৪৭ ম্যাচের! অন্যদিকে পাকিস্তান খেলবে পূর্ণ শক্তির দল নিয়ে। ফলে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানই ফেবারিট। তবে খেলাটা যেহেতু টি-টোয়েন্টি, হতে পারে যে কোনো কিছুই।