টেকনাফে গাঁজাসহ এক নারী আটক

জেলা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার দক্ষিণ শীলখালী এলাকার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে করে ৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড, ছোট হাবির পাড়ার হাবিবুর রহমানের মেয়ে ও সৈয়দ আলমের স্ত্রী সেতারা বেগম (২২)।

কক্সবাজার র‌্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করতো বলে জানা যায়। সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় এই মাদক বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ আটককৃত মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।