টেলিভিশনে চেহারা দেখানো দুই পক্ষের মধ্যে হাতাহাতি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির সংবাদ সম্মেলনে টেলিভিশনে চেহারা দেখাতে নেতার পাশে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনা ঘটে।

এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। সম্মেলনকক্ষে যখন ঘটনা ঘটে, তখন দলটির মহাসচিবসহ শীর্ষ কয়েকজন নেতা পাশের কক্ষেই ছিলেন। পরে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও মুনির হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে এরপরই বিএনপি মহাসচিব তার কক্ষে বিভিন্নজনকে ডেকে নিয়ে বিস্তারিত শুনেছেন।

জানতে চাইলে আবদুস সালাম আজাদ জানান, যারা ঘটনা ঘটিয়েছে তারা বিভিন্ন পর্যায়ের কর্মী, চেনা যায়নি।

বিএনপির সংবাদ সম্মেলনে ক্যামেরায় মুখ দেখানোর জন্য ভিড় করার বা নেতার পাশে দাঁড়ানোর রেওয়াজ রয়েছে দলটির বিভিন্ন পর্যায়েরর নেতা-কর্মীদের মাঝে। এই ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বহুবার। কিন্তু পরিস্থিতি পাল্টেনি। সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা সাংবাদিকদের চেয়ার দখল করে বসে থাকে।