টেস্টে আবারো ব্যর্থ বাবর, ব়্যাংকিংয়ে পিছিয়ে যাওয়ার আশঙ্কা

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বিরাট কোহলিকে হটিয়ে ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষে উঠে যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়ানডেতে শীর্ষে উঠে বাবর জানান- এখন আমার টার্গেট টেস্ট ব়্যাংকিংয়ে শীর্ষে ওঠা।

টেস্ট ক্রিকেটের অভিজাত ফরম্যাটে শীর্ষে ওঠা তো দূরে থাক, সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ব্যাটসম্যানদের ব়্যাংকিংয়ের সেরা দশ থেকেও ছিটকে যেতে পারেন টি-টোয়েন্টিতে তিন নম্বর পজিশনে থাকা বাবর।

চলতি বছরে টেস্টে ইতোমধ্যে ৬ ইনিংসে ব্যাট করেছেন বাবর আজম। ছয়বার ব্যাটিংয়ে নেমে মাত্র এক ইনিংসে ফিফটির দেখা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৭৭ রানের ইনিংস খেলা বাবরের সবশেষ সাত ইনিংসে (৭, ৩০, ৭৭, ৮, ০ ও ২) সংগ্রহ ১২৪ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে শূন্যরানে ফেরেন পাকিস্তানের অধিনায়ক বাবর। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন মাত্র ২ রানে। টেস্টের সাদা পোশাকে ধারাবাহিক এমন বাজে পারফরম্যান্সের কারণে ব়্যাংকিংয়ে নয় নম্বর থেকে আরও পিছিয়ে যেতে পারেন বাবর।