টেস্ট ২০ উইকেট নিতে পারবে এমন বোলারের খোঁজে রয়েছেন বাশার

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সাদা পোশাকে ভালো ফল দিতে পারে একমাত্র বোলাররা। ব্যাটসম্যান থিতু হয়ে গেলে ম্যাচ ড্র করাতে পারবেন। কিন্তু বোলাররা যদি ২০ উইকেট নিতে পারে তাহলে টেস্ট জয় সহজ হয়ে যায়। তাইতো টেস্টে ২০ উইকেট নিতে পারে এমন বোলার খুঁজে যাচ্ছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

পূর্বেও এ জায়গাটায় ছিল বিশাল গ্যাপ। এখনও এ জায়গাটায় সেরা খেলোয়াড় খুঁজে পায়নি বাংলাদেশ। জাতীয় দলের নির্বাচক প্যানেলের নজর এখন এখানেই। আর তাদের পছন্দ তরুণ পেসার ও স্পিনার। তরুণদের নিয়ে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করা যাবে বলেই এবারের ঢাকা লিগ থেকে তরুণ বোলারদের খুঁজে বের করেছে নির্বাচক প্যানেল। তাদের পছন্দের তালিকাটাও প্রায় চূড়ান্ত।

তাদেরকে নিয়ে দীর্ঘ মেয়াদী ক্যাম্পে প্রশিক্ষণ, ‘এ’ দল, এইচপি দলে খেলিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে চান হাবিবুল বাশার সুমন। মিরপুরে তিনি বলেছেন, ‘আমরা তরুণ কিংবা অনূর্ধ্ব-১৯ খেলছে এমন খেলোয়াড়দের দিকে আলাদাভাবে নজর রাখি। ওদেরকে নিয়ে লম্বা সময়ের জন্য পরিকল্পনা করা যায়।’

‘আমাদের লক্ষ্যটা বড়। টেস্ট ম্যাচ জিততে হলে কিন্তু আমাদের ভালো বোলার দরকার। ভালো ব্যাটিং করে কিন্তু আপনি টেস্ট ম্যাচ ড্র করতে পারবেন। জিততে হলে কিন্তু আপনাকে প্রতিপক্ষ দলের ২০ উইকেট নিতে হবে। আমরা এখনও আসলে ওইভাবে ওরকম বোলার পাইনি যে কিনা টেস্ট ম্যাচে প্রায়ই ৫ উইকেট নিয়ে দিতে পারবে। আমাদের বেশ কিছু ভালো বোলার আছে। কিন্তু আমাদের আরও কিছু ভালো বোলার দরকার। যে নিয়মিত ৫ উইকেট এনে দিতে পারবে। তাই এখান থেকেই যাদেরকে পাচ্ছি তাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে।’-যোগ করেছেন হাবিবুল বাশার।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ প্রায় শেষের পথে। প্রিমিয়ার লিগে পারফরম্যান্স নিয়ে চুলছেড়া বিশ্লেষণ না হলেও পেসারদের পারফরম্যান্সে মন ভরেছে হাবিবুলের, ‘মিরপুরের বাইরে যে ভেন্যুগুলো ছিল, বেশিরভাগ উইকেটই ব্যাটসম্যানদের পক্ষে ছিল। শীর্ষ পাঁচ উইকেট সংগ্রাহক যদি দেখেন একজন ছাড়া সবাই পেসার। যেটা আসলে আমরা খুব কম দেখি। ’

‘পেসাররা উঠে আসছে, ভালো করছে আমাদের জন্য খুব ভালো খবর। আমি বিশ্বাস করি, টেস্ট ম্যাচে ভালো করতে হলে স্পিন বোলিং ও পেস বোলিং; দুইটা জায়গাতেই আমাদের ভালো করতে হবে। ’

ঢাকা লিগে যারা ভালো করেছেন তাদেরকে ‘এ’ দলে সুযোগ দেওয়া হবে। শুধু তরুণ না অভিজ্ঞদের এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও সুযোগ পাবেন ‘এ’ দলে। হাবিবুল বাশার মনে করেন এবারের ‘এ’ দল নির্বাচন করতে তাদের পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। সেই চ্যালেঞ্জ নিতে চান নির্বাচক প্যানেলের এ সদস্য।