ট্যাম্পাকোর হতাহতদের নগদ অর্থ সহায়তা

গাজীপুর : টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানার হতাহত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া গাজীপুর -২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তার ব্যক্তিগত তহবিল থেকে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির স্বজনদের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম আলম নিহত ২১ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহত ২৫ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, এনডিসি মামুন শিবলী প্রমুখ।

জেলা প্রশাসক এসএম আলম বলেন, আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আরো যদি মৃতদেহ পাওয়া যায় তাদের স্বজনদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬টি মৃতদেহ আছে। এগুলো শনাক্ত করা যায়নি। এ মৃতদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনায় ৩৪ জন নিহত ও ৩৮ জন আহত হন। নিখোঁজ রয়েছেন ১১ জন।