ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবেন উসাইন বোল্ট

ক্রীড়া ডেস্ক : লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শেষেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানাবেন উসাইন বোল্ট। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকান গতিদানব কাল লন্ডনে সহজেই ১০০ মিটার স্প্রিন্টের হিট জিতে সেমিফাইনালেও উঠে গেছেন। তবে দৌড়ের শুরু নিয়ে সন্তুষ্ট নন বিশ্বের দ্রুততম মানব।

লন্ডন স্টেডিয়ামে বোল্ট শুরুটা করেছিলেন ধীরগতিতে। এরপর অবশ্য নিজের স্বভাবসুলভ গতিতে অনায়াসেই দৌড় শেষ করেন। ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। তবে নিজের পারফরম্যান্সকে ‘খুব খারাপ’ হিসেবে উল্লেখ করেছেন জ্যামাইকান কিংবদন্তি।

হিট জয়ের পর বোল্ট বলেছেন, ‘এটা খুব খারাপ ছিল। এটা মসৃণ শুরু ছিল না। তবে দর্শকরা সব সময় দারুণ। তারা সব সময় দেখিয়ে দেন আমাকে কতটা ভালোবাসে এবং আমি এটার প্রশংসা করি। আমি ফাইনালে যাওয়ার এবং সেরাটা দেওয়ার অপেক্ষায় থাকব।’

হিট পার করে সেমিফাইনালে উঠেছেন ডোপিংয়ের জন্য দুইবার নিষিদ্ধ হওয়া যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনও। সেমিফাইনাল হবে আজ। লন্ডনে বোল্ট ১০০ মিটারের পর ৪*১০০ মিটার রিলে দৌড়াবেন, যেখানে তিনি শেষবারের মতো ট্র্যাকে নামবেন।