ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু

মোঃ জয়নাল আবেদীনর রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে রাব্বি(১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে, আজ বুধবার (২৮জুলাই) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের বরাতে জানান, ঠাকুরগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের হঠাৎ পারার পেছনে এসিলেন বস্তিতে বাবুর ছেলে রাব্বি বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। এর এক পর্যায়ে রাব্বি পানিতে তলিয়ে যায়। এসময় অন্যান্য বন্ধুরা তাকে পানিতে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধারের চেষ্টা করলেও খুঁজে না পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম তিনি বলেন রাব্বিসহ তার বন্ধুরা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে বন্ধুরা তাকে পানিতে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে